আজকাল ওয়েবডেস্ক: ২০১০ সালের বিশ্বকাপে জাবুলানি বল সামলাতে হিমশিম খেয়ে যাওয়ার অবস্থা হয়ছিল ফুটবলারদের। সেখানে উরুগুয়ের তারকা ফুটবলার দিয়েগো ফোরলান কথা বলান জাবুলানি বলকে। সে বারের বিশ্বকাপে সোনার বল পেয়েছিলেন ফোরলান।

সেই ফোরলান বুট জোড়া তুলে রেখেছেন বহুদিন হল। এখন ফুটবলের পরিবর্তে তিনি হাতে তুলে নিয়েছেন র‌্যাকেট। পেশাদার টেনিস খেলোয়াড় হওয়ার ইচ্ছা বিশ্বখ্যাত ফুটবলারের। কিন্তু পেশাদার টেনিসে শুরুটা ভাল হল না উরুগুয়ান তারকার। অভিষেক ম্যাচে ফোরলানের র‌্যাকেট গিটার হয়ে বাজল না।

আর্জেন্টিনার ফেডেরিকো কোরিয়ার সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ফোরলান। কিন্তু আর্জেন্টাইন-উরুগুয়ান জুটি ৬-১, ৬-২-এ হার মানেন বরিস অ্যারিয়াস ও ফেডেরিকো জেবালোসের কাছে। এটিপির দ্বিতীয় সারির চ্যালেঞ্জ ট্যুর দিয়েই পেশাদার টেনিস জগতে অভিষেক ঘটে ফোরলানের।

 

?ref_src=twsrc%5Etfw">November 14, 2024

শুরুর দিকে নেটের সামনে কিছু ঝলক দেখান তিনি।  জোরে মারতে গিয়ে ভুলও করে ফেলেন। টেনিস কোর্টে দারুণ সমর্থন পান উরুগুয়ের প্রাক্তন ফুটবল তারকা। দর্শকরা 'ওলে, ওলে' বলে উৎসাহ দিয়ে যান। খেলার শেষে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে ফোরলান বলেন, ''আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্য়বাদ।'' 

গত পাঁচ বছরে ফোরলান মন্টিভিডিওতে প্রায় চল্লিশের বেশি অ্যামেচার টেনিস টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই কারণে উরুগুয়ের সবথেকে বড় পেশাদার টেনিস টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পান। 

প্রয়াত নেলসন ম্যান্ডেলার দেশে জাবুলানি বল নিয়ন্ত্রণ করেছিলেন  দারুণ দক্ষতায়। র‌্যাকেট হাতে কিন্তু সেই দক্ষতা দেখাতে পারলেন না উরুগুয়ের প্রাক্তন তারকা।